টাঙ্গাইলে ডেঙ্গুজ্বরে এক গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোজিনা আক্তার (৩৩) নামের এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। গৃহবধূ রোজিনা আক্তার দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। শনিবার (২৬ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৃহবধূ রোজিনা আক্তার বৃহস্পতিবার (২৪ আগষ্ট) আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (২৫ আগস্ট) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ পর্যন্ত জেলায় মোট পাঁচ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, নাগরপুরে ৬ জন, মধুপুরে ৪ জন ও মির্জাপুরে ২ জন রয়েছেন।
তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।