ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু 

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু 

সিরাজগঞ্জ পৌর এলাকার ধোপাবাড়ী মহল্লায় বিদ্যুৎপৃষ্টে যুবক আরাফাত ইসলাম সোহাগের (২৮) মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়ির ছাদে লোহার মই বেয়ে শুকাতে দেওয়া কাপড় আনতে যায় ওই যুবক। এ কাপড় নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,যুবক,বিদ্যুৎস্পৃষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত