কক্সবাজারের টেকনাফের পাহাড়ে গরু নিয়ে যাওয়া জাফর আলম (১৭) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছে। পাহাড়ে ডাকাতদের আস্তানা দেখে ফেলায় রোহিঙ্গা ডাকাত কামাল গ্রুপ এই কিশোরকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৯ টায় টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ ঘটনা ঘটে।
আহত জাফর আলম (১৭) টেকনাফের দক্ষিণ লেদা এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
টেকনাফেঢর হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন, প্রতিদিনের মত গরু নিয়ে জাফর পাহাড়ে যায়। যেতে যেতে সে রোহিঙ্গা ডাকাত কামাল গ্রুপের আস্তানার কাছা-কাছি পৌঁছে। সাথে সাথে তাকে গুলি করা হয়। জাফর কোন রকম দৌঁড়ে চলে আসে। স্থানীয় লোকজন উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে আসে। ওখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আশেকুর রহমান জানিয়েছেন, জাফরের পেটে গুলি লেগেছে। একাংশে নাড়ি বের হয়েছে। তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি জোবাইর সৈয়দের ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।