ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছেলেদের ঘরে ঠাই না পাওয়া বৃদ্ধদম্পতির পাশে প্রশাসন 

সিরাজগঞ্জে ছেলেদের ঘরে ঠাই না পাওয়া বৃদ্ধদম্পতির পাশে প্রশাসন 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের হাপানিয়া গ্রামের বৃদ্ধদম্পতিকে কবরস্থান এলাকায় ফেলে রাখার ঘটনায় ছেলেদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। দম্পতির আবাসনের ব্যবস্থাও নেয়া হবে। চৌহালী থানার ওসি হারুনর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের বাসিন্দা হামিদ মোল্লা (৮৬) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৭৭) দম্পতির সংসারে ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। যমুনার ভাঙনে সম্প্রতি বিলীন হয়ে গেছে তাদের বসতবাড়ি। এ অভাবের মধ্যেও মেয়েদের বিয়ে দেয়া হয়েছে এবং স্ত্রী সন্তান নিয়ে অন্যত্র চলে গেছে ছেলেরা। ভাগ্যর কি নির্মম পরিহাস ৫ ছেলের সংসারে বৃদ্ধ বাবা-মায়ের স্থান হয়নি। প্রায় ২ মাস আগে এক ছেলের মানিকগঞ্জের বাড়ি থেকে বৃদ্ধ দম্পতিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে বৃদ্ধের ভাগ্নের বাড়িতে আশ্রয় হয়েছিল তাদের। সেখানেও ওই বৃদ্ধ দম্পতির ঠাঁই হয়নি। কয়েকদিন আগে স্থানীয় কবরস্থান এলাকায় নিষ্ঠুর স্বজনরা তাদের ফেলে রেখে যায়। অতপর এ দম্পতি বড় মেয়ে বিধবা মনোয়ারার বাড়িতে রাখা হয়েছে এবং তাদের পাশে রয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হোসেন বলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশক্রমে শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লাসহ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসহায় ওই দম্পতিকে নগদ ১০ হাজার টাকাসহ চিকিৎসার সহায়তা করা হয়েছে। তাদেরকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে এবং এ ঘটনায় ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই মামলার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জে,বৃদ্ধদম্পতি,প্রশাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত