চট্টগ্রামে পাহাড় ধ্বসে বাবা-মেয়ের মৃত্যু
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১১:০৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ভারি বর্ষণে পাহাড় ধ্বসে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার নগরীর ষোলশহরে পাহাড় ধ্বসে মৃত্যু হয় বাবা-মেয়ের। রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভেতরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)।
বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি। চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধ্বসে আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যারা নিয়ে আসেন তাদের দেওয়া তথ্যমতে, ভারি বর্ষণের ফলে পাহাড় ধ্বসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।