চকরিয়ায় সংঘর্ষ ও চুরি মামলায় সাজাপ্রাপ্ত তিনজন আটক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১৫:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা চুরি, সংঘর্ষের মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার কৈয়ারবিলর বরইতলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, বরইতলী ভিলেজের পাড়া এলাকার আলী আহমেদের ছেলে শামশুল আলম প্রকাশ গুরাইয়া (৩২), কৈয়ারবিল হিন্দুপাড়ার এলাকার মৃত সাধন কান্তি দাশের ছেলে মৃদুল কান্তি দাশ (৪৮), ও বরইতলী হিন্দুপাড়া এলাকার বাবুল কান্তি দাশের ছেলে মিলন কান্তি প্রকাশ ভুট্টো দাশ (৩৫)।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী, এএসআই রাজীব, এএসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে তাদের আটক করে।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, আটককৃত আসামীরা এক বছর করে সাজা অবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পলাতক ছিল।
তিনি আরও বলেন, আটক তিন আসামিকে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ২৬ আগস্ট সংঘর্ষ মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি ও ২৭ আগষ্ট প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।