ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু

সিরাজগঞ্জে ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু

সিরাজগঞ্জে ছেলের কোদালের আঘাতে বাবা আশরাফ আলীর (৫০) মৃত্যু হয়েছে। সে এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ছেলে আবু মুছাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মায়ের সঙ্গে মুছার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে ছেলে মুছার সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়। এ সময় বাবা আশরাফ আলী এগিয়ে আসলে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ছেলেকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ছেলে,আঘাত,বাবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত