ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জ পৌর এলাকার সাধয়াধানগড়া উত্তর পাড়া মহল্লায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম রাজুর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে ওই পুলিশ কর্মকর্তা পরিবার নিয়ে তার কর্মস্থল মেহেরপুর চলে যায়। এরপর থেকে গেটে ও ঘরে তালা মারা থাকে। এ সুযোগে চোরের দল ওইদিন রতে তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,পুলিশ,দুর্র্ধষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত