তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে ওই পুলিশ কর্মকর্তা পরিবার নিয়ে তার কর্মস্থল মেহেরপুর চলে যায়। এরপর থেকে গেটে ও ঘরে তালা মারা থাকে। এ সুযোগে চোরের দল ওইদিন রতে তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।