মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার পৌর এলাকার ফতে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত শিশুটি ওই এলাকার রাজ হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। বাড়িতে খেলা করছিল রাজিব। খেলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। শিশুটিকে দেখতে না পেয়ে এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটির খোঁজ করতে থাকে। আশেপাশের বাড়িঘরে শিশুটির সন্ধান না পেয়ে বাড়ির লোকজন বাড়ির পাশের পুকুরে নেমে শিশুটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে রাজিবকে অচেতন অবস্থায় পাওয়া গেলে দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ওয়াকিল আলম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।