ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ৩ প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা

রংপুরে ৩ প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা

রংপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে ৩ প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কার্যালয় ও সিটি কর্পোরেশন এর সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি)মফিজ উদ্দিন আহমাদ প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের খবর জানান ।

তিনি জানান উক্ত অভিযানে নগরীর শাপলা চত্তর মেসার্স ইউনিক ট্রেডার্স প্রতিষ্ঠানটিকে জ¦ালানী তেল সরবরাহে পরিমাপে কম দেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ওজন ও পরিমাপে কম দেয়ায় স্টেশন বাজারে মেসার্স খোরশেদ আলম খাসী ঘরকে ৫শ টাকা এবং স্টেশন বাজার মেসার্স মা বাবার দোয়া মুরগী স্টোর কে ৫শ টাকা সহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান, বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এর কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম)।মারুফা বেগম প্রমূখ ।

টাকা,জরিমানা,পরিচালনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত