ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নান্দাইলের বাসের ধাক্কায় শিক্ষক ও কলেজছাত্রী নিহত, আহত-৩

নান্দাইলের বাসের ধাক্কায় শিক্ষক ও কলেজছাত্রী নিহত, আহত-৩

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশায় এমকে সুপার বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষক ও বৃষ্টি আক্তার(২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে রুবিনা আক্তার নামে নবম শ্রেণির ছাত্রী গুরুতর।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুশুল্লী এলাকায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার চপই দাখিল মাদ্রাসার শিক্ষক। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফহেতপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। নিহত বৃষ্টি আক্তার মুশুল্লী কলেজের শিক্ষার্থী, উপজেলার ধরগাঁও গ্রামের আব্দুর রাশিদের মেয়ে। আহতদের মধ্যে মুশুল্লী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রুবিনা আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকা পুঙ্গ হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান জানান, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ থেকে এমকে সুপার নামের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। উপজেলার মুশুল্লী এলাকায় আসার পর বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম মারা যান। গুরুতর আহত আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে একজন নারী মারা যায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

ময়মনসিংহ,শিক্ষক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত