ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

এক যুগ বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাহিদ হাসান রনির (৩০)।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ৩, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

জাহিদ হাসান রনি বরিশালের উজিরপুর থানার পাথুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। সে দীর্ঘদিন যাবত কক্সবাজার ও টেকনাফ হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করে আসছিলো। এক পর্যায়ে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি র‌্যাব-৩ এর বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর রামপুরা থেকে ২৫ কেজি গাঁজাসহ আটক হয়।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় রনি জামিনে মুক্তি পেয়ে বিগত ১২ বছর যাবৎ পলাতক ছিল ।

এ বিষয়ে র‌্যাব ৪ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাহিদ হাসান রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

যুগ,রক্ষা,আসামী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত