যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এক নারীর টর্চ লাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামে অপর এক নারী নিহত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) ভোরে উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম ডিহি ইউনিয়নের নারিকেল বাড়ীয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এ ঘটনায় রাতেই রুবিনা নামে এক নারীকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
নারিকেল বাড়ীয়া গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, নিহত জহুরা বেগম লেখাপড়া জানেন না। ঔষধ খাবার জন্য পাশেই রুহুল আমিনের বাড়িতে প্রেসক্রিপশন দেখাতে গেলে সেখানে রাজহাঁস মারা নিয়ে রুহুল আমিনের স্ত্রীর ও জহুরা বেগমের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে রুহুল আমিনের স্ত্রীর টর্চ লাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।