সিরাজগঞ্জে হেরোইন রাখার মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদক ব্যবসায়ী মামুন শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। সে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্রার মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন।
ওই আদালতের পিপি এ্যাডঃ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন তথ্যের ভিত্তিত ২০১৮ সালের ২৭ মে মাহমুদপুর যুগ্নতর সংসদ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় দেন।