সাভারের আলমনগর হাউজিংয়ে রাজউকের অভিযান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি
সাভারে নকশা বহির্ভূত ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় অভিযান পরিচাললিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজিনা সারওয়ার।
রাজউক কর্মকর্তারা জানান, হেমায়েতপুরের আলম নগর সুগন্ধা হাউজিং এর বিভিন্ন প্লট মালিক অবৈধভাবে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণ করেন। পরে অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালন করা হয়। এসময় বেশ কয়েক ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় ও নির্মাণাধীন কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিছিন্নসহ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।