সিরাজগঞ্জে মানব পাচার মামলায় পলাতক আসামী গ্রেফতার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২০:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর বাজারে অভিযান চালিয়ে মানব পাচার মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আব্দুল মজিদকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে ওই উপজেলার নাদো গ্রামের মৃত ছালামের ছেলে। র্যাব -১২’র কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মো. মারুফ হোসেনের পিপিএম দিক নির্দেশনায় মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সে ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন লোকজনকে ইউরোপের দেশ লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে নিয়ে ভাল মানের কাজের কথা বলে নিয়ে যায়। পরে এ সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদেরকে মারপিট করে অত্যাচার করত। ভিকটিমের অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিত এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবী করত এবং টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করত।