জামালপুরে যমুনার পা‌নি বিপদসীমার উপরে

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  জামালপুর প্র‌তি‌নি‌ধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে যমুনা নদীর পানি। তবে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে এ পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ২৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে এই তথ্য।

এদিকে, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী অঞ্চল। এসব অঞ্চলে বেশ কিছু শাক-সবজি, বীজতলা, সদ্য রোপিত রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।

এ বিষয়ে জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সর্বশেষ ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে এখনো বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচে রয়েছে যমুনার পানি। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৯৬ সেন্টিমিটার নিচে রয়েছে।'

অপরদিকে, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।