সাতক্ষীরায় লাকড়ী মিলে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজারে বুধবার দিবাগত রাত দুটোর দিকে গভীর রাতে ভয়াবহ আগুনে ভষ্মীভুত হয়েছে এক লাকড়ী মিল। ঝাউডাঙা বাজারের নৈশপ্রহরী আব্দুস সালাম জানান, বুধবার দিবাগত রাত দুটোর দিকে বাজারের কার্তিক ঘোষের লাকড়ি মিলে ধোঁয়া দেখতে পান তিনি। বিষয়টি তিনি তাৎক্ষণিক দোকান মালিক কার্তিক ঘোষসহ বাজারের কয়েকজনকে অবহিত করেন।
বাতাসে আগুন ক্রমশঃ বাড়তে থাকে। একপর্যায়ে রাত তিনটার দিকে সাতক্ষীরা থেকে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর চেষ্টা করে। বুহষ্পতিবার ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ি কার্তিক ঘোষ জানান, বুধবার রাত ১১টার দিকে তিনি কারখানা বন্ধ করে বাড়ি চলে যান। রাত দুটোর দিকে তিনি খবর পেয়ে কারখানায় আসেন। আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের ৪০ লাখ টাকার লাকড়িসহ মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেন না।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আলমগীর হোসেন রানা জানান, কার্তিক ঘোষের লাকড়ি মিলের আগুন দুই ঘণ্টা ধরে নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যায়নি।