ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে ২ পরীক্ষা কেন্দ্রে ৪ র্শিক্ষার্থী বহিস্কার

কাউখালীতে ২ পরীক্ষা কেন্দ্রে ৪ র্শিক্ষার্থী বহিস্কার

কাউখালীতে আজ (৩১শে আগস্ট) বৃহাস্পতিবার কারিগরি ও আলীম পরীক্ষা কেন্দ্রে বই নিয়ে নকল করার অভিযোগে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয় এবং চার শিক্ষকে শোকজ প্রদান করা হয়। এর মধ্যে কাঠালিয়া কারিগরি পরীক্ষা কেন্দ্রে ব্যবসায় ব্যবস্থাপনা ও সংগঠন-১ পরীক্ষার সময় বই নিয়ে পরীক্ষা দেওয়ায় ছব্বির হোসেন ও ইয়াসিন জামান কে বহিস্কার করা হয় ।

এছাড়া কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসায় কেন্দ্রে হাদিস পরীক্ষার সময় বই নিয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে কেন্দ্রীয় আলীম মাদ্রাসার ছাত্র শরিফুল ইসলাম এবং জোলাগাতি ফাজিল মাদ্রার ছাত্রী মরিয়ম আক্তারকে বহিষ্কার করেন। এসময় কক্ষ পরীদর্শকের দায়িত্বে থাকা দায়িত্বে অবহেলার জন্য ৪ শিক্ষক কে শোকাজ করা হয়। এরা হলেন দারুস সুন্নাত ফাযিল মাদ্রামার শিক্ষক আবু জাফর, বিজয় নগর মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ মেজবা, নাঙ্গুলী মাদ্রাসার শিক্ষক মো. আনোয়ান হোসেন এবং মো. জামান হোসেন। পরীক্ষার হল পরীদর্শন করে ব্যবস্থা নেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. বায়েজিদুর রহমান।

কাউখালী,বহিস্কার,পরীক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত