ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চিকিৎসক সংকটের কারণেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

চিকিৎসক সংকটের কারণেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা মানোন্নয়নে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহনকারীদের নিয়ে অংশগ্রহনমূলক মতবিনিময় সভা (৩১,আগষ্ট) বৃহস্পতিবার বরগুনা হাসপাতাল মিলনায়তনে অনুষ্টিত হয়। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জাগোনারী'র ব্যবস্হাপনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম অংশীজনের সভার আয়োজন করে।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, নার্স, সেবাগ্রহনকারী বিভিন্ন স্তরের নাগরিক, স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরামের সদস্যরা অংশগ্রহন করেন।

স্বাস্থ্য সেবা গ্রহনকারীরা চিকিৎসা সেবা নিতে এসে সমস্যা, সেবাদানকারী চিকিৎসক, নার্সদের আচরন, সেবাগ্রহনকারীদের আচরণ ও অসচেতনতা এবং সর্বোপরি সেবা মানোন্নয়নের উভয়ের করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, মেডিকেল অফিসার বরগুনা জেনারেল হাসপাতাল ডা. মাহবুব হোসেন, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, যুব ফোরামের আহবায়ক মহিউদ্দিন অপু, উপজেলা মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, আতিকুর রহমান সাবু, ডা. বর্ণা তরুনিয়া, ডা. তৌহিদা, সেবাগ্রহনকারী হারুন অর রশিদ হাওলাদার, রওশনয়ারা, জাহিদ হাওলাদার।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সভায় বক্তারা বলেন- বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১২ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা সেবক প্রতিষ্ঠান এখানে ৫৫টি ডাক্তারের পদ থাকলেও মাত্র ১১ জন ডাক্তার কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে আট শতাধিক রোগীসেবা নিতে আসেন। এত স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান সম্ভব নয়। তীব্র চিকিৎসক সংকটের কারণেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

চিকিৎসক,বঞ্চিত,সেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত