যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ২০:৩৯ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় সাহিদ হোসেন (১৯) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকালে উপজেলার তে-বাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। তারা দু'জনই কাশিপুর কলেজের মেধাবী শিক্ষার্থী।

নিহত নাহিদ হোসেন কাশিপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং আহত সাহিদ হোসেন শিববাস গ্রামের বিপুল হোসেনের ছেলে। 

নিহত নাহিদ হোসেনের পরিবার সূত্রে জানা যায়, সকালে এইসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নাহিদ ও সাহিদ দুই বন্ধু এক সাথে মোটরসাইকেলে পরিক্ষা দেওয়ার জন্য বের হয়। পরীক্ষা দিয়ে একই সাথে তারা ফিরে আসছিলো। 

প্রতিমধ্যে তে-বাড়িয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই একটি প্রাচীরে ধাক্কা খায়। স্থানীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লক্ষিন্দার কুমার দে জানান, নাহিদ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।