ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে  সিরাজগঞ্জে ৩ কিলোমিটার  সড়কে বৃক্ষ চারা রোপন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জনস্বার্থে সংগঠনের উদ্যোগে উন্নয়নের ভূমিকা রাখতে পারে। এমন ভূমিকা বাস্তবায়ন করেছে সিরাজগঞ্জের সলঙ্গা ইয়াং জেনারেশন ক্লাব।

এ ক্লাবের উদ্যোগে শুক্রবার দুপুরের দিকে বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে চারা রোপন ও আলোচনা সভা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  উক্ত সভায় কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম জাকিরের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ সুবর্না ইয়াসমিন সুমি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আসাদ বিন খলিল রাহাত, শাহাবুদ্দিন আহমেদ, আলাউদ্দিন মন্টু, হারুন অর রশিদ সোহেল আরমান ও রফিকুল আলম প্রমূখ। এ সময় ওই ক্লাবের উপদেষ্টা মো.নজরুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, বেলাল ফকির, জুয়েল রানা, গোলবার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ আলোচনা সভা শেষে ওই ক্লাবের উদ্যোগে চক চৌবিলা কবরস্থান থেকে চৌবিলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার পাশে ৫ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এদিকে ওই সংগঠনের অর্থায়নে এলাকার বিভিন্ন কর্মকান্ডে প্রশংসিত হয়েছে।