বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার ভোরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দুপুরের দিকে ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরআগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, বিএনপি নেতা মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী খান, মোস্তফা নোমান আলাল, আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম প্রমুখ। এ সমাবেশ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ
তে ব্যানার বেস্টুনি নিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।