সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখা দাড়োলো ৫ জনে।
মারা যাওয়া ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস মনু (৫০)। তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে।
শুক্রবার (১ সেপ্টম্বর) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
ডা. জয়ন্ত কুমার সরকার আরও জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুশান্ত বিশ্বাস বুধবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা দিকে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১০ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৩৮৪ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও সদর হাসপাতালে ৫ জনসহ বিভিন্ন সরকারী-বেরকারী হাসপাতালে মোট ৩০ জন রোগী ভর্তি রয়েছে। অন্যত্র রেফার্ড করা হয়েছে আরো ২৭ জনকে। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩১৩ জন।