সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ী মধ্যপাড়া গ্রাম থেকে গৃহবধূ ফারাজানার (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের রতনের স্ত্রী। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামে নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং শনিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।