সিরাজগঞ্জে নছিমন উল্টে চালক নিহত
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ-ভুঈয়াগাঁতী আঞ্চলিক সড়কের চণ্ডিভোগ এলাকায় নছিমন উল্টে খাদে পড়ে চালক মাহাতাব হোসেন (৩৫) নিহত হয়েছে। সে তাড়াশ পৌর এলাকার আসনবাড়ি মহল্লার আবু মুছার ছেলে। তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত চালক শুক্রবার গভীর রাতে নছিমনে মালামাল বোঝাই দিয়ে তাড়াশ থেকে ভুঈয়াগাঁতীর দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকার টায়ার ফেটে নছিমন উল্টে খাদে পড়ে যায়। এ সময় নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলেই চালক মাহাতাব নিহত হয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।