ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ২১ মহিষ জব্দ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ২১ মহিষ জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তপথ দিয়ে আনা ২১টি ভারতীয় চোরাই মহিষ জব্দ করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানের পর সন্ধ্যায় মহিষগুলো থানায় নিয়ে আসে পুলিশ।

ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান সুরুজ মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কিছু চোরা কারবারি চোরাইপথে ভারত থেকে গরু মহিষ এনে থাকে। শনিবার ভোররাতে কড়ইতলী সীমান্ত দিয়ে কুমারগাতি গ্রামের হীরা, শহিদুল্লাহ ও বাবুল মিয়াসহ কয়েকজন মিলে ২৫টি ভারতীয় মহিষ চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসে। পরে সেগুলো কুমারগাতি গ্রামের বাবুল মিয়ার বাড়িতে রাখা হয়েছে বলে স্থানীয় লোকজন চেয়ারম্যানকে অবহিত করে। বিষয়টি জানতে পেয়ে চেয়ারম্যান পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বাবুলের বাড়ি থেকে আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যের ২১ টি মহিষ জব্দ করে থানায় নিয়ে আসে।

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় কুমারগাতি গ্রামের জবেদ আলীর পুত্র বাবুল মিয়া, সিদ্দিকের পুত্র হীরা ও ইয়াসিনের পুত্র শহিদুল্লাহসহ ৪,৫ জনকে অজ্ঞাত আসামী করে রবিবার মামলা দায়ের করা হয়েছে।

হালুয়াঘাট,মহিষ,ভারতীয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত