সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভিষেক সম্পন্ন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫টি বিভাগে প্রথমবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অভিষেক সম্পন্ন হয়েছে। রোববার সকালে রবির প্রতিটি বিভাগে একযোগে নবীন শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব বিভাগের চেয়ারম্যানবৃন্দ। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করে বিভাগের শিক্ষার্থীবৃন্দ, এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পদচারণায় রবি ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। আনুষ্ঠানিকতা শেষে প্রতিটি বিভাগে যথারীতি শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী আকলিমা খাতুন বলেন, রবি বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাংস্কৃতিক মনায় নিজেকে প্রভাবিত করার সুযোগ পেয়ে আনন্দিত বোধ করছি। ওরিয়েন্টশনের দিনে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকান্ড দেখে খুবই উচ্ছ্বসিত।
সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। বিভাগে প্রথম দিনে ক্লাস করতে পেরে মনে হয়েছে এখানে শিক্ষাবান্ধব পরিবেশ পাবো। এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে নতুন ছাত্র-ছাত্রীদের আগমন এ অঞ্চলকে অত্যন্ত আনন্দমুখর, প্রাণচঞ্চল করে তুলেছে। প্রতিটা প্রতিষ্ঠানেরই সব থেকে বড় আনন্দের দিন যখন সেখানে নতুন অতিথির আগমন ঘটে। রবির নতুন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য রবীন্দ্র ভাবধারায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, বঙ্গবন্ধুর আদর্শ বিস্তার ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি শিক্ষায়তন গড়ে তোলা আরো বেগবান হবে। নতুনদের আগমন আনন্দিত ও উদ্বেলিত করে। আজকে যারা এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো তাদের অপার সম্ভাবনা রয়েছে।
নবীন শিক্ষার্থীরা সংস্কৃতিমনা হয়ে বর্তমান বিশ্বের যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য নিজেদের সক্ষম করে গড়ে তুলবে। তারা এখান থেকে গ্রেজুয়েট হয়ে রবির মুখ উজ্জ্বল করবে। সেই সাথে বাংলাদেশের উন্নয়নের যে ধারা রচনা করেছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই উন্নয়ন-সমৃদ্ধির ধারায় বাংলাদেশকে সক্রিয় রাখার প্রক্রিয়ায় নবীন শিক্ষার্থীরা যুক্ত হবে। উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রবির ৫টি বিভাগে এই নবীন শিক্ষার্থীরা ভর্তি হয়।