সিরাজগঞ্জে নিখোঁজের ১১ দিনেও মেলেনি স্কুল ছাত্রের সন্ধান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের ১১ দিনেও শিশু স্কুল ছাত্র মোরসালিনের সন্ধান মেলেনি। সে এনায়েতপুর থানার চেংটারচর গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং সে স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি ওই স্কুল ছাত্র। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় কাউকে কিছু বলেও যায়নি। বিকেলে সে বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুজি করে এখনও তার সন্ধান মেলেনি। নিখোঁজের ৩ দিন পর তার বাবা কর্মস্থল মালয়েশিয়া যান। এদিকে একমাত্র শিশু ছাত্র ছেলেকে না পেয়ে মা সাবিনা খাতুনসহ পরিবারের লোকজন পাগল প্রায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, জিডির ভিত্তিতে তাকে উদ্ধারের চেষ্টা জলছে। ওই ছেলেটি এর আগেও নিখোঁজ হয়েছিল। কিছুদিন পর সে বাড়ি ফিরে এসেছিল বলে তিনি উল্লেখ করেন।