ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পা‌নি‌তে ডু‌বে গে‌ছে রাঙামা‌টির ঝুলন্ত সেতু‌

পা‌নি‌তে ডু‌বে গে‌ছে রাঙামা‌টির ঝুলন্ত সেতু‌

দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের জন্য আকর্ষনীয় পর্যটন ঝুলন্ত সেতুতে এখন কাপ্তাই হ্রদের পানির নীচে। অতিবৃষ্টির কারনে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় নয়নাভিরাম সেতুতে পানি উঠে গে‌ছে।

র‌বিবার স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা গে‌ছে, সেতুটি এখন প্রায় ৩-৪ ইঞ্চি পানির নীচে, সেতুর পাটাতনগুলো ডুবে গেছে। বর্তমানে সেতুটিতে ভ্রমন না করার জন্য পর্যটকদের জন্য এবং সকল জনসাধারনের অবগতির জন্য নোটিশ বোর্ড প্রদর্শন করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে পরবর্তীতে বৃষ্টি যদি না হয় তাহলে ঝুলন্ত সেতু থেকে পানি স‌রে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের আ‌লোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে সেতুটি ডুবে গেছে। প্রতিবছর আগষ্ট মাসের শেষ সময়ে সেতুটি পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার প্রেক্ষিতে এটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যার কারনে আমরা বন্ধ করে দিয়েছি।

উল্লেখ্য, রাঙামাটির নয়নাভিরাম বহুরঙা এ ঝুলন্ত সেতুটি ২টি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে উঠায় সারাদেশের পর্যটকদের কাছে খুবই আকর্ষনীয়।

পা‌নি‌,ঝুলন্ত,ডু‌বে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত