ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কম্পিউটার অপারেটরকে হুমকি

ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কম্পিউটার অপারেটরকে হুমকি

পাবনার ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কম্পিউটার অপারেটর রাকিবুল হাসানকে ইউনিটির দপ্তরিক কাজে বাধা এবং হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় কম্পিউটার অপারেটর রাকিবুল হাসানের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ।

অভিযুক্ত ব্যক্তি হলেন, দৈনিক কাল বেলার পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম। ঘটনার সূত্রে জানা গেছে গতকাল(২সেপ্টম্বর) শনিবার দুপুর ২টার দিকে "দৈনিক করতোয়া" পত্রিকায় কথিত হলুদ সাংবাদিক রায়হান ও মানিকের বিরুদ্ধে এলাকার ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিকগণের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মর্মে নিউজ প্রকাশিত হয়। এ ঘটনার জেরে পরবর্তীতে আরো কোন নিউজ পাঠানো হচ্ছে কিনা এর জোর ধরে দোয়েল কম্পিউটারে নিয়ে গিয়ে কোন নিউজ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হন আব্দুর রহিম।

ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক মো, ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, সাবেক জিএস সাংবাদিক আব্দুল খালেকসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দৈনিক কাল বেলার উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রশাসনের প্রতি দাবি জানান। এবিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান অভিযোগের অনুলিপি প্রাপ্তির সত্যতা স্বীকার করেন।

ভাঙ্গুড়া,হুমকি,অপারেটর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত