ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার বটতলা পুরাতন বাজারের পাশে একটি ভবন থেকে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাদিজা বেগম(২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজার বাড়ি কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নুরুল হকের মেয়ে।

স্থানীয়রা জানায়, নিহত খাদিজা বেগম ও তার স্বামী রাশেদুল ইসলাম বটতলা পুরাতন বাজারের পাশে হেলাল মিয়ার ছয়তলা ভবনের তিনতলার একটি ফ্লাটে ভাড়া থাকতেন। পরে রাশেদুলের পরিচিত নিপা ওরফে রিনা নামে এক নারীকে সাবলেট হিসেবে ভাড়াটে উঠানো হয়। নিপা ওরফে রিনার সঙ্গে রাশেদুলের পরকীয়ার কারণে কয়েক দিন যাবত স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল। রোববার তাদের ফ্ল্যাটে তালাবদ্ধ দেখে বাসার মালিক ও পাশের বাসার ভাড়াটিয়ারা তালা ভাঙলে খাদিজার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

একই ভবনের অপর ভাড়াটিয়া নার্গিস বেগম জানান, খাদিজা ও তার স্বামী রাশেদুল ইসলাম এখানে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার(৩১ আগস্ট) খাদিজার সঙ্গে কথা বলে তিনি গ্রামের বাড়ি চলে যান। প্রধান ফটক খোলা থাকায় বাসার মালিক তাকে ফোন করে বিষয়টি জানতে চান। পরে বাসার মালিককে খাদিজা ও তার স্বামী এবং অপর ভাড়াটিয়া নিপার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে তিনি প্রতিবেশিদের নিয়ে দরজার তালা ভেঙে খাদিজার কক্ষের সামনে গিয়ে মরদেহ দেখতে পান।

গৃহবধূ খাদিজার ভাই ইমাম আলী জানান, তার বোনকে তার আগের স্বামীর কাছ থেকে প্রায় পাঁচ বছর আগে বিচ্ছেদ করানো হয়। তার বোন কিছুদিন যাবত টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করত। কোনো ছেলের সঙ্গে বিয়ে বা সম্পর্ক হয়েছিল কি না তার জানা নেই।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে খাদিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পায়ের দুই রগ কাটা, মুখে কাপড় পেঁচানো ও বালিশ চাপা দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পরকীয়ার জের ধরে গৃহবধূ খাদিজাকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী রাশেদুল ও অপর ভাড়াটিয়া নিপা ওরফে রিনা আত্মগোপন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

টাঙ্গাইল,গৃহবধূ,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত