ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

শ্রীপুরে দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার ও অবৈধভাবে আইসক্রিম তৈরির দায়ে দুটি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে এমসি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় সোহাগ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার ও মা-বাবার দোয়া আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি আইসক্রিম কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি বৈধ কোনো অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে আইসক্রিম তৈরি করে বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

শ্রীপুর,জরিমানা,আইসক্রিম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত