পটুয়াখালী বাউফলের বাণিজ্যিক কেন্দ্র কালাইয়া বন্দরের এমপি ঘাটে দুই হাজার বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার ডুবে গেছে। ক্ষতির পরিমান প্রায় ২৪ লাখ টাকা। রবিবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের চিত্ত মাষ্টার ষ্টোর ও মিতালী এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠান ওই ইউরিয়া সার বাউফল পৌর এলাকা ও নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের অনুকুলে বরিশাল বাফার থেকে ছাড় করে লিমন পরিবহন নামের একটি ট্রলারে করে রবিবার রাত সারে ৮ দিকে কালাইয়া বন্দরের মহাজন পট্টির এমপির ঘাটে নোঙ্গর করে রাখে। আজ সোমবার সকালে ওই সার আনলোড করার কথা ছিল। কিন্তু রবিবার রাত ১২ টার দিকে খালে ভাটা লাগায় ট্রলারটি একদিকে কাত হয়ে পড়ে সারসহ ডুবে যায়।
চিত্ত মাষ্টার ষ্টোরের স্বত্তাধিকারী যাদব দেবনাথ জানান, ট্রলারে তার ১ হাজার ১৪০ বস্তা এবং মিতালী এন্টারপ্রাইজের ৮০০ বস্তা ইউরিয়া সার ছিল। ট্রলার ডুবিতে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।