নকলায় প্রাথমিক শিক্ষা শাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৬ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় প্রাথমিক শিক্ষা শাখার উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী ও শ্রেষ্ঠ কাব শিক্ষকের নাম প্রকাশ করা হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন- চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, পূর্বলাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরশেদা আক্তার, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান আলাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুবর্না আকন্দ, শ্রেষ্ঠ বিদ্যালয় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, নূরে আলম সিদ্দিকী উৎপল আড়িয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে উরফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক নির্বাচিত হয়েছেন।
উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষিকা নুরশেদা আক্তার, সহকারী শিক্ষক কামরুজ্জামান আলাল ও সহকারী শিক্ষিকা সুবর্না আকন্দ আলাদা ভাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাদের অর্জিত কৃতিত্ব নিজ নিজ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নকলাবাসীর জন্য সাংবাদিকদের মাধ্যমে উৎসর্গ করে বলেন- আমরা সব সময় নিজের সেরাটা বিলিয়ে দিতে চেষ্টা করি। তাদেরকে উপজেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা বাছাই কমিটির প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করেন উপজেলা বাছাই কমিটির সদস্যবৃন্দ। শ্রেষ্ঠত্ব বাছাইয়ে সর্বাধিক স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক।