ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বংশী নদীর দখল উচ্ছেদে অভিযান চলবে: জেলা প্রশাসক

বংশী নদীর দখল উচ্ছেদে অভিযান চলবে: জেলা প্রশাসক

সাভারের বংশী নদী ও কর্ণপাড়া খাল দখলমুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান আরও বলেন, ঢাকা জেলায় কোন ব্যক্তি নদী দখল করতে পারবে না। কেউ সরকারী সম্পতি দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ প্রভাব খাটিয়ে এখানে অন্যায় করতে পারবে না।

এর আগে সাভার মডেল থানা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাভার সাব-রেজিষ্ট্রার অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাভার,জেলা প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত