উখিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় পুষ্টিনীতির উদ্দেশ্য সমূহ,উখিয়া উপজেলায় চলমান পুষ্টি কার্যক্রম সমূহ, পুষ্টি কার্যক্রমের মাধ্যমে সেবাপ্রাপ্ত উপকারভোগী সংখ্যা ও তালিকা,অপুষ্টির প্রকারভেদে ও পরিনাম এবং অপুষ্টি পুষ্টি প্রতিরোধে শিক্ষা, মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ, পরিবার পরিকল্পনা, জনপ্রকৌশল, স্বাস্থ্য, সমাজসেবা, মহিলা ও শিশু বিষয়ক দপ্তর সমূহের করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আকতার, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ইউনিসেফ এর উপজেলা নিউট্রিশন সুপারভাইজার সাবরিনা রহমান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর আমান প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর হামিদা হক, শেড কর্মকর্তা মাসুদ রানা ও রমজান আলী।