বেগমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র্যালি, মাইকিং ও লিফলেট বিতরন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
"ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন সুস্থ থাকুন"এই প্রতিপাদ্য কে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলার সমাজসেবী সংগঠন "শিখা সংসদ" আয়োজন করেছে ডেঙ্গু প্রতিরোধে র্যালি, মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির সহায়ক কার্যক্রম।
আজ সকাল ১০ টায় ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও শিখা সংসদ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজের নেতৃত্বে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের স্কাউটস টিম ও ছাত্রছাত্রী এ আয়োজনে অংশগ্রহণ করেন। সাথে উপস্থিত ছিলেন শিখা সংসদ এর সদস্য এবং সাধারণ সচেতন জনগণ।
বর্তমান সময়ে ডেঙ্গু বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে যা ছঠিয়ে পড়েছে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে।
সচেতনতার দিক থেকে শহরের মানুষ থেকেও গ্রামের মানুষ এই মহামারির ব্যপারে ততটা সচেতন না। তারই আলোকে শিখা সংসদ এর উদ্যোগে এই সচেতনতামূলক আয়োজন।
শিখা সংসদ সংগঠন বরাবরের মতোই সামাজিক এই সকল ব্যাধীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যা নোয়াখালী জেলা ব্যাপী প্রসংশনীয়। তাদের এই উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে এই প্রত্যাশা সাধারণ জনগণের।