শ্রীপুরে ৩৬ কেজি গাঁজাসহ আটক ১
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২ | অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক নাজিম উদ্দিন কাওরাইদ পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মাদক ব্যবসায়ীকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে দুর্বৃত্তরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদের দিকে আসছে। এই সংবাদে ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিল।