সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় অটোভ্যান চালক মজনু সেখ (৩২) নিহত হয়েছে। সে ওই উপজেলার রয়হাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে যাত্রীবাহী একটি বাসের সাথে উল্লেখিত স্থানে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অটোচালকসহ ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোচালককে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং যাত্রীবাহী বাস জব্দ করে থানায় আনা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।