সাঁথিয়ায় সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ | অনলাইন সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আধুনিক ও স্বচ্ছ সেবার লক্ষ্য নিয়ে পাবনার সাঁথিয়া উপজেলা গেটের সামনে মাদরাসা মার্কেটের দ্বিতীয় তলায় সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৬সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লিনিকের উপদেষ্টা অর্থোপেডিক ও বিশেষজ্ঞ সার্জন ডাঃ কাজী মুন্নাফুর রহমানের সভাপতিত্বে ও বাতিক শিল্পি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লিনিকের নির্বাহি পরিচালক নাজিম উদ্দিন। দেশ ও জাতির কল্যান কামনা করে মিলাদ মাহফিল পরিচালনা করেন বোয়াইলমারী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহতাব উদ্দিন বিন মসির।