স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি প্রচারনা, সরকারি সেবার মান নিয়ে প্রশ্ন 

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. উম্মুল খায়ের মাহমুদার ব্যানার লাগিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও নিয়মিত সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালালের মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখানো হয় হরহামেশাই। সরকারি হাসপাতালের ভিতরে ব্যাক্তিগত চ্যাম্বার ও ডায়াগনস্টিক সেন্টারের প্রচারণায় সরকারি সেবার মান নিয়ে জনমনে  উঠেছে প্রশ্ন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে ও ক্যাম্পাসের ভিতরে  ডা. উম্মুল খায়ের মাহমুদার ব্যানারে ছেয়ে গেছে। 

এ সময় চিকিৎসাসেবা নিতে আসা কয়েজন নারী-পুরুষ জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কয়েকজন নারী বেসরকারি বিভিন্ন রোগের টেস্টের জন্য বিভিন্ন ডায়াগনস্টিকে যেতে বলেন। এতে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা ইতস্তত বোধ করেন।

সরকারি হাসপাতাল প্রাঙ্গণে লাগানো ব্যানারে ময়মনসিংহের চরপাড়ায় অবস্থিত হক প্যাথলজির ঠিকানা লেখা রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, গতকাল বন্ধ ছিলো আমার চোখে পরেনি, আমি দেখবো বিষয়টা।