সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন সরকারকে (২৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই উপজেলার সাহাপুর গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে।
ওসি (ডিবি) মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় বুধবার মধ্যরাতে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।