সিরাজগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য গ্রেফতার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারী চক্রের এজেন্টসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, ওই গ্রামের মৃত আশাদুল ইসলামের ছেলে রবিউল হাসান (২১), সোলায়মান হোসেনের দুই ছেলে ফেরদৌস আলী (২৭), রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রায়হান কবির (২৮), মাইজবাড়ী গ্রামের হাছেন আলীর ছেলে সুইট রেজা (২৬) ও মৃত ইব্রাহিম হোসেনের ছেলে ইলিয়াস উদ্দিন (৩৬)। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মো. মারূফ হোসেনের পিপিএম দিক নির্দেশনায় বুধবার গভীর রাতে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনলাইনে অবৈধভাবে বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জয়ুার সাইটগুলো পরিচালনার মাধ্যমে লেনদেন করে আসছিল। সেইসাথে তারা অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলতে বিভিন্ন ভাবে মানুষকে উৎসাহিত করছিল। ধারণা করা হচ্ছে, তারা প্রতি মাসে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।