ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় ইউএনও’র মতবিনিময় সভা

ভাঙ্গুড়ায় ইউএনও’র মতবিনিময় সভা

পাবনার ভাঙ্গুড়ায় নিরাপদ প্রাণীজ আমিষ এবং পশু খাদ্য উৎপাদন নিশ্চিত করনে দুগ্ধ ব্যবসায়ী ও পশু খাদ্য ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণী সম্পদ অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে সভা কক্ষে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রুমি,প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম,ভাঙ্গুড়া মিল্ক ভিটা সিলিং সেন্টারের ম্যানেজার ডা. ছরোয়ার হোসেন, ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেনেটারী ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম,ভাঙ্গুড়া থানার এস আই মো. জালাল উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক টুকুন, সাংবাদিকসহ প্রায় ৪০ জন দুগ্ধ ও পশু খাদ্য ব্যবসায়ীরা।

সভায় ভাঙ্গুড়া উপজেলায় দুগ্ধ ও পশু খাদ্য উৎপাদন নিশ্চিত করা ও সমাধান সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

ভাঙ্গুড়া,মতবিনিময়,ইউএনও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত