গাজীপুরের শ্রীপুরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় স্যাঁতস্যাঁতে জমিতে কচু চাষের জন্য কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ৭ জন কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সারোয়ার হোসাইন, দিলারা পারভীন, আইরিন সুলতানা প্রমুখ।