সল্ট ফিনান্সিয়াল লিটারেসি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (SALT Financial Literacy International Org) পরিচালনায় ও উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইএসএল স্পোকেন ইংলিশ (ESL spoken English) কোর্স এর শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় উখিয়া উপজেলা স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে উক্ত সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদেশি প্রশিক্ষক অস্টিন মার্টিন, এলিটা মিলার ও জোয়েল বেকটল, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও রিপোর্টার্স ইউনিটি উখিয়া সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।
স্পোকেন ইংলিশ প্রশিক্ষণে দুই ব্যাচের ১৫ জন করে ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।
সনদ গ্রহণ শেষে শিক্ষার্থীরা অভিমত প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও কর্মদক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।