ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাটে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

হালুয়াঘাটে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ময়মনসিংহের হালুয়াঘাটে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের র্দশারপাড় গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্ন সারথি দলের কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সেশন -৩ স্বপ্নকে ছুঁয়ে দেখি প্রথম পর্বে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার লিগ্যাল প্রোটেকশন বিশ্বনাথ কুন্ডু,এসোসিয়েট অফিসার শামীমা আক্তার প্রমুখ।বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন উপজেলা নির্বাহী অফিসার। কিশোরীদের লক্ষ্য নির্ধারণ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের ও তাদের অভিভাবকদের সাথে বাল্যবিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ ছাড়াও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অভিভাবক সভা, ওয়াচ গ্রুপ, ইউনিয়ন পরিষদ সভা ও উপজেলার সমন্বয়ন সভার কর্যক্রম চালিয়ে যেতে বলেন।

হালুয়াঘাট,দক্ষতা,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত