টাঙ্গাইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপিত

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ইাউনেস্কো নির্ধারিত এবারের প্রতিপাদ্য ছিল- Ôpromoting literacy for a world in transition, building the foundation for sustainable and peaceful societies.Õ  

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আহসান হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।