নাটোরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এসকেন্দার সরকার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের ভাদুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসকেন্দার সরকার (৭০) উপজেলার নুরুল্লাপুর গ্রামের কোকিল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় লালপুর থেকে ঈশ্বরদীগামী এক মোটরসাইকেল মুক্তিযোদ্ধা এসকেন্দার সরকারকে ধাক্কায় দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।